Title
Organized awareness yard meeting about safe food with marginalized housewives.
Details
৩১ আগস্ট, ২০২৩ইং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, সিলেট কর্তৃক ওসমানীনগর উপজেলায় "প্রান্তিক পর্যায়ে গৃহিণীদের নিয়ে খাদ্যের নিরাপদতা শীর্ষক উঠান বৈঠক " এর আয়োজন করা হয়।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: সালাহ উদ্দিন, উপপরিচালক, জেলা তথ্য অফিস, সিলেট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিলেট জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব সৈয়দ সারফরাজ হোসেন ও
জনাব আমিরুল ইসলাম মাসুদ, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট।
সভাপতিত্ব করেন জনাব শাখাওয়াত এরশেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সিলেট।
উক্ত উঠান বৈঠকে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলার স্থানীয় গৃহিণীরা।