Title
Organized "Safe Food Awareness Program and Distribution of Hygiene Tools with Food Workers Working in Jaflong Sylhet"
Details
১৬ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, সিলেট কর্তৃক "জাফলং সিলেটে কর্মরত খাদ্যকর্মীদের সহিত নিরাপদ খাদ্য নিশ্চিতে অবহিতকরণ শীর্ষক কর্মসূচী ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরঞ্জামাদি বিতরণ" আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুন নাসের খান, সচিব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সভাপতিত্ব করেন জনাব সৈয়দ সারফরাজ হোসেন, নিরাপদ খাদ্য অফিসার, সিলেট।
উক্ত কর্মসূচী শেষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে
জাফলং এ কর্মরত ব্যবসায়ী/খাদ্যকর্মীদের মাঝে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরঞ্জাম বিতরণ করা হয়।