শিরোনাম
খাদ্যে ভেজাল ও দূষণ রোধে অংশীজনদের সমন্বয়ে সচেতনতামূলক সেমিনার আয়োজন
বিস্তারিত
১৮ মে ২০২৩ইং তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটে "খাদ্যে ভেজাল ও দূষণ রোধে অংশীজনদের সমন্বয়ে সচেতনতামূলক সেমিনার" অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্ত সচিব জনাব আব্দুল কাইউম সরকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আব্দুল আলীম, সদস্য, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। উক্ত সেমিনারে
সভাপতিত্ব করেন জনাব, ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, বিভাগীয় কমিশনার, সিলেট।
উক্ত সেমিনারে অংশগ্রহণকারী হিসেবে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, চেম্বার অব কমার্স এর প্রতিনিধি, খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের সাথে জড়িত সংশ্লিষ্ট প্রতিনিধি, হোটেল/রেস্তোঁরা মালিক সমিতির প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও আরো অনেক।